বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খালেদা জিয়ার স্মরণে কাদঁলেন টিপু সহ নেতৃবৃন্দরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৬, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার স্মরণে কাদঁলেন টিপু সহ নেতৃবৃন্দরা

মহানগর বিএনপির দ্বিতীয় দিনে দোয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আত্মা মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি দোয়া মাহফিলে কাদঁলেন সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক রেজা রিপন ও জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব সহ নেতৃবৃন্দরা।

৩১ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতদিনব্যাপী শোক কর্মসূচির দ্বিতীয় দিনে হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু দলের চেয়ারপার্সনের আত্মার মাগফিরাত কামনায় নিজেই দোয়া মোনাজানত করেন। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতদিনব্যাপী শোক কর্মসূচির প্রথম দিন ৩০ ডিসেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল, কালো ব্যাজ ধারণ এবং শোক বইতে স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।