বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারী মাদক ব্যবসায়ী হাজেরা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২২, ৩১ ডিসেম্বর ২০২৫

নারী মাদক ব্যবসায়ী হাজেরা গ্রেপ্তার

ফাইল ছবি

বন্দরে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাজেরা বেগম (৪৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ধৃত হাজেরা বেগম বন্দর থানার ফুলহর মাজার বাড়ী এলাকার মৃত সোনা মিয়ার মেয়ে ও উল্লেখিত এলাকার রমু মিয়ার স্ত্রী। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।  ধৃতকে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত মামলায়  আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় বন্দর থানার ফুলহর মাজার বাড়ী এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এর উপ- পরিচালক হুমায়ন কবির খন্দকার এর  সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মো: এনামুল হকের  নেতৃত্বে একটি টিম দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে  বন্দর থানার ফুলহার মাজার বাড়ী এলাকায় অভিযান চালায়। ওই সময় নারী মাদক ব্যবসায়ী বসত ঘর তল্লাশি চালিয়ে ১১৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক কারবারি হাজেরা বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের তথ্য সূত্রে জানা গেছে, ধৃত নারী মাদক ব্যবসায়ী হাজেরা বেগম দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল।