ফাইল ছবি
নারায়ণগঞ্জ-২ আসনে নির্বাচনী লড়াই জমে উঠেছে। আসনটিতে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন আসনটির সাবেক এমপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর ও জামায়াতে ইসলামীর অধ্যাপক ইলিয়াস মোল্লা।
এর আগে প্রাথমিকভাবে বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে মনোনীত করে বিএনপি। এ আসনে আজাদের মনোনয়ন পুনর্বিবেচনার দাবী নিয়ে মাঠে ছিলেন বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার ও আসনটির সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর।
ধারণা করা হচ্ছে মনোনয়ন বঞ্চিতরা ঐক্যবদ্ধ হয়ে আঙ্গুরকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড় করিয়েছেন। পেছন থেকে আঙ্গুরকে সমর্থন দিবেন তারা। এর আগে আঙ্গুর ও সুমন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করলেও শেষ পর্যন্ত শুধু আঙ্গুরই মনোনয়ন জমা দিয়েছেন।
এছাড়াও আসনটিতে জামায়াতের প্রার্থী হিসেবে মাঠে আছেন অধ্যাপক ইলিয়াস মোল্লা। তিনি দুপ্তারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আসন্ন নির্বাচনকে ঘিরে আড়াইহাজারে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন তিনি।
এদিকে সাধারণ ভেটারদের মাঝে আসন্ন নির্বাচনকে ঘিরে শংকা দেখা দিয়েছে। ইতিমধ্যে জামায়াত নেতাকর্মীদের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। দলীয় মনোনয়নকে ঘিরে বঞ্চিতরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামায় যেকোন সময় বিএনপির অভ্যন্তরীন বিরোধ সংঘাতে গড়াতে পারে।

