বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

|

পৌষ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সালতামামি ২০২৫

নৌ-পথে ঘটে একাধিক আলোচিত দুর্ঘটনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০২, ৩১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:৪৩, ১ জানুয়ারি ২০২৬

নৌ-পথে ঘটে একাধিক আলোচিত দুর্ঘটনা

ফাইল ছবি

২০২৫ সালে নারায়ণগঞ্জের নৌ পথে বেশ কয়েকটি আলোচিত দুর্ঘটনা ঘটে। এসময় একটি দুর্ঘটনায়ই অন্তত চারজন নিহত হয়েছেন।

২০২৫ সালের ২০ ডিসেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ চার যানবাহন নদীতে পড়ে ডুবে যায়। রাতে ফতুল্লার বক্তাবলী ফেরি ঘাটে নদী পারাপারের সময় এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টায় তিন জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক রফিক, একজন ভ্যানচালক স্বাধীন ও আরেকজন প্রবাসী মাসুদ।

গত ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ঢাকাগামী ‌‘সুন্দরবন-১৬’ লঞ্চের ধাক্কায় একটি মাটি বোঝাই বাল্কহেড ডুবে যায়। এ ঘটনায় বাল্কহেডটির কেবিনে ঘুমিয়ে থাকা ২ জন শ্রমিক নিহত হন। ​নিহত শ্রমিক দুজন হলেন, পটুয়াখালীর জহিরুল ইসলাম শাকিল (২৫) ও ঝালকাঠির হাসান (২০)। এদিন সকাল সাতটার দিকে বুড়িগঙ্গা নদীতে ফতুল্লার ধর্মগঞ্জস্থ আফসার ফিলিং স্টেশনের সামনের ঘাটে এই দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

​প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাটি বোঝাই বাল্কহেডটি ঘাটে নোঙর করা ছিল। সকাল সাতটার দিকে ঢাকামুখী যাত্রীবাহী লঞ্চ 'সুন্দরবন-১৬' নদীর তীরে নোঙর করা বাল্কহেডটির পেছনের দিকে (কেবিন সাইটে) আঘাত করে। ধাক্কার তীব্রতায় বাল্কহেডটি দুমড়ে-মুচড়ে দ্রুত তলিয়ে যেতে শুরু করে। এ সময় বাল্কহেডের ওপরে থাকা তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, তবে কেবিনে ঘুমিয়ে থাকা দুজন শ্রমিক নিহত হন।

এর আগে গত ১৪ ডিসেম্বর বুড়িগঙ্গা নদীর ফতুল্লা লঞ্চ ঘাট এলাকায় চাঁদপুরগামী যাত্রীবাহী লঞ্চ ‘বোগদাদিয়া-১৩’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ‘জান্নাতি’ নামের একটি বাল্কহেড ডুবে যায়। তবে বাল্কহেডে থাকা সুকানিসহ পাঁচজন আরোহী সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এরকম অহরহ নদী দুর্ঘটনা ঘটেছে এ বছর নারায়ণগঞ্জ সীমানাবর্তী নদীগুলোতে। তবে এতে বড় হতাহতের খবর নেই।