ফাইল ছবি
নারায়ণগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লড়াই জমে উঠেছে। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মাঠের রয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মোল্লা।
এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন আরেক হেভিওয়েট প্রার্থী কাজী মনিরুজ্জামান মনির। তবে দলীয় প্রার্থী ঘোষণার পর দিপু ভূঁইয়ার পাশে থেকে একসাথে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেছেন তিনি।
এ আসনে বিএনপির দুই বলয়ের নেতাকর্মীরাই বর্তমানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আছেন। ফলে এ আসনে বিএনপি বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। ধারণা করা হচ্ছে আসনটিতে বিএনপির প্রার্থী দিপু ভূঁইয়া বিপুল ভোটে বিজয়ী হবেন।
অন্যদিকে আসনটি থেকে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আনোয়ার হোসাইন মোল্লা। নিয়মিত রূপগঞ্জের বিভিন্ন এলাকায় আনোয়ার হোসাইন ও তার অনুগামীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে ইতিমধ্যে নিজেকে জাহির করেছে তিনি।
এ আসনে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকায় আসন্ন নির্বাচনে বিএনপি বেশ সহজেই বিজয়লাভ করবে বলে ধারণা করা হচ্ছে।

