বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

|

পৌষ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৩৫, ১ জানুয়ারি ২০২৬

আপডেট: ০২:০০, ১ জানুয়ারি ২০২৬

রূপগঞ্জে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ৪

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেনের মাদক বিরোধী একাধিক অভিযানে ৬৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ টাকাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে ও মঙ্গলবার রাতে উপজেলার নাওড়া, চনপাড়া এলাকা থেকে পৃথক অভিযানে  তাদের আটক করা হয়। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি  সবজেল হোসেন বলেন, মঙ্গলবার রাতে ও বুধবার সকালে মাদক বিরোধী পৃথক অভিযানে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দীন ও উপপরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথক অভিযানে শাহীন, রাশেদুল,  নাসিমা বেগম ও খাইরুল ইসলামদের কাছ থেকে  ৬৭ পিস ইয়াবা এবং ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানার উপপরিদর্শক  জয়নাল আবেদীন ও সিরাজুল ইসলাম  বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেন। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।  

এ সময় রূপগঞ্জ থানার ওসি আরও বলেন,  রূপগঞ্জ থানা পুলিশের টহল ও বিশেষ টীম মাদক কারবারিসহ সংশ্লিষ্টদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে৷ পাশাপাশি আগামী নির্বাচনকে ঘিরে যে কোন অপ্রীতিকর, আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের  বিরোদ্ধে কঠোর অবস্থান ও আইনি পদক্ষেপ নিতে তৎপর রয়েছি।