বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

|

পৌষ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আকাশে বর্ণিল আতশবাজি ও ফানুসে নতুন বছরকে স্বাগত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৩৯, ১ জানুয়ারি ২০২৬

আকাশে বর্ণিল আতশবাজি ও ফানুসে নতুন বছরকে স্বাগত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আকাশে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আতশবাজি ও ফানুস উড়িয়েছে জেলাবাসী।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টা ১ মিনিট থেকে এ আতশবাজি ও ফানুস উড়ানো হয়। বিভিন্ন মানুষ ব্যক্তিগতভাবে বাড়ির ছাদ থেকে এ আয়োজন করে।

নতুন বছরকে স্বাগত জানাতে এসব আতশবাজি ও ফানুসের আলোয় আলোকিত হয়ে উঠে শহরের আকাশ।

স্থানীয় মাসদাইরের রহমান জানান, এ বছর আমরা অল্প পরিসরে এ আয়োজন করেছি। নতুন বছর নতুন কিছু আনবে আমাদের জন্য এই শুভকামনা।