
মশা নিধন কার্যক্রম
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ধারাবাহিক ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ভোলাইল আঞ্চলিক শাখার তত্ত্বাবধানে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলাইল আঞ্চলিক শাখার যুগ্ম আহ্বায়ক মাহাদী হাসান, সদস্য আকিব হাসান জয় এবং সদস্য আবু তালহা সহ অঞ্চলের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় মাহাদী হাসান বলেন,“ডেঙ্গু এখন একটি মহামারী আকার ধারণ করেছে, বিশেষ করে কাশিপুর ইউনিয়নে এর প্রভাব আরও প্রকট। শুধু ফগার মেশিন ব্যবহার করলেই হবে না, আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানিতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে নিয়মিতভাবে কার্যকরী ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র ধ্বংসে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে। খাল গুলোকে ইউনিয়ন পরিষদে উদ্যোগে পরিষ্কার করে ব্যবহারের উপযোগী করে তুলতে হবে। — তবেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।”
বাংলাদেশ ছাত্র ফেডারেশন জানায়, এই কর্মসূচি জেলার বিভিন্ন অঞ্চলে চলমান ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক ধারাবাহিক উদ্যোগেরই অংশ।