সুগন্ধা প্লাস রেস্তোরাঁয় অভিযান
বাসি চিকেন গ্রীল, টিকা, কাবাবসহ অপরিচ্ছন্নতার দায়ে নারায়ণগঞ্জে সুগন্ধা প্লাস রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া সুগন্ধা প্লাস রেস্তোরাঁয় এ অভিযান হয়।
এ সময় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর বাজার কর্মকর্তাসহ জেলা পুলিশের একটি দল।
ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা হৃদয় রঞ্জন জানান, নিয়মিত মনিটরিং কার্যক্রম হিসেবে শহরের চাষাঢ়ায় অবস্থিত সুগন্ধা প্লাস রেস্তোরায় অভিযান পরিচালনা করা হয়। এখানে অভিযানকালে বাসি চিকেন গ্রিল, টিকা, কাবাব রাখা ও কয়েক দিনের বাসি খাবার ফ্রিজ করে সংরক্ষণের দায়ে সুগন্ধা প্লাস রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

