বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নির্বাচন করার ঘোষণা মোহাম্মদ আলীর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০০, ২৪ ডিসেম্বর ২০২৫

নির্বাচন করার ঘোষণা মোহাম্মদ আলীর

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি মোহাম্মদ আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এ আসনটি বিএনপি আসন সমঝোতার অংশ হিসেবে জোটের প্রার্থী জমিয়তের মুফতি মনির হোসাইন কাসেমীকে ছেড়ে দিয়েছে। এর আগেই যে কোন পরিস্থিতিতে নির্বাচন করার ঘোষণা দিয়ে আলোড়ন তৈরি করেছিলেন মোহাম্মদ আলী। 

বুধবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনের ঘোষণা দেন মোহাম্মদ আলী। 

এসম তিনি বলেন, দলীয় মনোয়ন এটি দলের শীর্ষ নীতিনির্ধারণী নেতৃত্বের সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। জাতীয়তাবাদী আদর্শ আগেও লালন করেছি, এখনো করি এবং আমরণ করবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, যেহেতু জনগণের ইচ্ছা ও অনুরোধে এবং জনপ্রত্যাশায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলাম এবং জনগণের সেবাই আমার রাজনীতি ও নির্বাচন করার একমাত্র লক্ষ্য এবং উদ্দ্যেশ্য, সেহেতু আমি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার সিদ্ধান্তে অটল আছি এবং থাকবো ইনশাআল্লাহ। ক্ষমতা নয়, জনগণই আমার শক্তি। প্রতিশ্রুতি নয়, প্রতিফলনেই আমি বিশ্বাসী; যার প্রমাণ আপনারাই ইতিহাসের সাক্ষী আছেন।