বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী কালাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩২, ২৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:৩৮, ২৪ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী কালাম

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত সাবেক সংসদ সদস্য আবুল কালামকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘদিনের জল্পনা কল্পনা ও অভ্যন্তরীণ নাটকীয়তার অবসান ঘটিয়ে দলীয় সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাওয়ায় এলাকাজুড়ে নতুন রাজনৈতিক সমীকরণ শুরু হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্রে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালামকে দলের চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে। দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে এই আসন ঘিরে বিএনপির ভেতরে নানা ধরনের আলোচনা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। প্রথম পর্যায়ে শিল্পপতি ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদের নাম মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করে দল। এতে তৃণমূল পর্যায়ে এক ধরনের প্রস্তুতিও শুরু হয়। হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাসুদ। পরে নেতা-কর্মীদের চাপে নির্বাচন করার কথা জানান তিনি। তবে সেই আলোচনা থেমে না যেতেই নতুন করে চমক সৃষ্টি করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি হঠাৎ করে গণমাধ্যমকে জানান যে তাকেই দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সাখাওয়াত হোসেন খানের দাবিকে ঘিরে তখন ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। সাংবাদিকরা দলীয় চূড়ান্ত সিদ্ধান্তের লিখিত প্রমাণ চাইলে তিনি জানান, দেশের সকল মনোনীত প্রার্থীদের নিয়ে একটি খোলা গ্রুপে তিনি যুক্ত আছেন এবং সেটিকেই প্রমাণ হিসেবে উপস্থাপন করেন। তবে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে তখন কোনো আনুষ্ঠানিক ঘোষণাপত্র প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে সংশয় থেকেই যায়।

অবশেষে বিএনপির মহাসচিবের স্বাক্ষরিত ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে সব ধরনের জল্পনার অবসান ঘটে। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী সাবেক এমপি আবুল কালাম।

দলীয় নেতাকর্মীদের মতে, অভিজ্ঞ ও পরীক্ষিত নেতা হিসেবে আবুল কালামের নাম চূড়ান্ত হওয়ায় নির্বাচনী মাঠে বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্ত অবস্থানে যেতে পারবে। একই সঙ্গে দীর্ঘদিনের বিভ্রান্তির অবসান হওয়ায় তৃণমূলের নেতা কর্মীদের মধ্যেও স্বস্তি ফিরেছে বলে মনে করছেন তারা।

এ প্রসঙ্গে জানতে চাইলে আবুল কালাম জানান, আলহামদুলিল্লাহ,  দল স্থানীয় নেতা-কর্মীদের ত্যাগের মূল্যায়ন করেছে। দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। এই জন্য দল ও জননেতা তারেক রহমানের কাছে কৃতজ্ঞ। আগামীতে আমি আমার সর্বোচ্চ অংশগ্রহণ দিয়ে দলকে এই আসন উপহার দিতে পারবো বলে আমি আশা রাখি। 

নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালামের মনোনয়ন ঘোষণার পর এখন দলের মূল লক্ষ্য হবে দ্রুত সমন্বিত নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করা এবং সকল বিভক্তি ভুলে একক প্রার্থীর পক্ষে মাঠে নামা।