ফাইল ছবি
নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়ন পত্র পান দিপু ভূঁইয়া।
এসময় দিপু ভূঁইয়া জানান, আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমানকে—আমাকে এত বড় সম্মান প্রদানের জন্য।
তিনি আরও বলেন, এই সম্মান শুধু আমার একার নয়; এই সম্মান পুরো রূপগঞ্জবাসীর। রূপগঞ্জের সকল মানুষের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ—তারা আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং সব সময় পাশে থেকেছেন।
তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী দিনে ধানের শীষ প্রতীকে বিজয় অর্জনের মাধ্যমে আপনারা আবারও আমার পাশে থাকবেন—এই আশাই করি।
এর আগে এ আসনে প্রাথমিক ভাবে দিপু ভূঁইয়াকে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়।

