শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজার বাজার মসজিদ মার্কেটে পৌনে ৩ লাখ টাকা চুরি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০২২

আড়াইহাজার বাজার মসজিদ মার্কেটে পৌনে ৩ লাখ টাকা চুরি

প্রতীকী ছবি

কয়েক গজ দূরেই আড়াইহাজার থানা। থানার পেছনে বাজার মসজিদ। সেই মসজিদ মার্কেটে দিনে দুপুরে চুরির ঘটনায় সকলেই হতবাক! বিকাশ এজেন্টের দোকান। নগদ ২ লাখ ৭৪ হাজার টাকা চুরি গেল শুক্রবার জুমআর নামাজের সময়। চোর খুঁজতে প্রযুক্তির সাহায্য নিচ্ছেন পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। 

বাজারের ব্যবসায়ী সূত্রের খবর, আড়াইহাজার বাজার মসজিদ মার্কেটে বিকাশ এর দোকান চালায় ব্যবসায়ী মাহাবুব হোসেন। ছেলেকে সাথে নিয়ে দোকানদারী করেন। শুক্রবার আযান হয়েছে। ছেলেকে সাথে নিয়ে নামাজের প্রস্তুতী নেন। ক্যাশ গুছিয়ে তালা মেরে সার্টার নামিয়ে দোকান তালাবন্ধ করে মসজিদে যান। নামাজ শেষে দোকানে এসে মাহাবুব হোসেনের দোকান তছনছ। একি দোকানে অন্য তালা কেনো? দ্রুত তালা ভেঙ্গে সার্টার খুলে দেখেন ক্যাশ সিন্ধুক খোলা। টাকা নেই। সংঘবদ্ধ চোরেরা নগদ ২ লাখ ৭৪ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

দিনে দুপুরে এই চুরির ঘটনায় মাহাবুব হোসেন আড়াইহাজার থানায় অভিযোগ দায়ের করেছেন।