শনিবার, ১২ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ত্বকী হত্যা : জামসেদ ৫ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৭, ১১ সেপ্টেম্বর ২০২৪

ত্বকী হত্যা : জামসেদ ৫ দিনের রিমান্ডে

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যাকান্ডে গ্রেফতারকৃত আসামি মোঃ জামসেদ হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে বুধবার ভোরে ঢাকার মিরপুর এলাকা থেকে জামসেদকে গ্রেফতার করে র‍্যাব১১।

পরবর্তীতে আসামি জামসেদকে আদালতে নেয়া হয়। এসময় জামসেদের ৭ দিনের রিমান্ড আবেদন  করা হয়। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।