শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইফতার আইটেমের ছড়াছড়ি, ভেজাল রোধে অভিজান নেই

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১০, ২৮ মার্চ ২০২৩

ইফতার আইটেমের ছড়াছড়ি, ভেজাল রোধে অভিজান নেই

ফাইল ছবি

নারায়ণগঞ্জ পবিত্র মাহে রমজানকে ঘিরে শহরজুড়ে পসরা সাজিয়ে বসেছে ইফতারের দোকান। শহরের বড় বড় রেস্তোরাঁ থেকে শুরু করে পাড়া মহল্লায় রয়েছে বিভিন্ন পদের ইফতারের দোকান। তবে এসকল খাবারের মান নিশ্চিতে নেই কোন ব্যাবস্থা।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে সরেজমিনে ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

বেশিরভাগ রেস্তোরাঁই দোকানের সামনের সড়কে টেবিলে ইফতারের বিভিন্ন রকম আইটের সাজিয়ে বিক্রি করছে। রাস্তার পাশে ধুলোবালিতে এসকল খাবারের মান নষ্ট হচ্ছে। 

এছাড়াও ইফতার তৈরিতে নিন্ম মানের দ্রব্য ব্যাবহারের অভিযোগও রয়েছে। তবে এখন পর্যন্ত ইফতারের বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।

নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, রমজানে আমরা প্রতিদিন মাঠে থাকবো এবং বাজার মনিটরিংয়ে আমাদের যাবতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।