
চেরি ফুলের গাছ উপহার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার সৌন্দর্য বর্ধনে বেশ কিছু চেরি ফুলের গাছ উপহার দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
দু'দেশের বন্ধুত্বের স্মারক হিসেবে কিমিনোরি মঙ্গলবার (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জ সফরে এসে সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর হাতে এই উপহার তুলে দেন।
পরে শহরের দেওভোগ এলাকায় সিটি করপোরেশনের শেখ রাসেল নগর পার্কে এই চারা রোপণ করা হয়।
নগরীর সৌন্দর্য বর্ধনে পর্যায়ক্রমে সিটি করপোরেশনের সকল ওয়ার্ডে চেরি ফুলের গাছ রোপণ করা হবে বলে জানান সিটি মেয়র আইভী।
এর আগে ইওয়ামা কিমিনোরিসহ জাপানের প্রতিনিধি দল দুপুর থেকে বিকেল পর্যন্ত জাইকা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যৌথ অর্থায়নে নির্মিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
পরে অতিথিরা শহরের আলী আহমদ চুনকা পৌর পাঠাগার ও মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
চলতি বছর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জাপানের নারুতো সিটি করপোরেশনের মধ্যে নগর মূর্তি চুক্তি স্বাক্ষর হয়। এরই আলোকে নারুতো সিটি করপোরেশনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ২৯টি চেরি ফুলের গাছ রোপণ করা হয়েছে।