
মানববন্ধন
নারায়ণগঞ্জে গৃহবধূ মীম হত্যার ঘটনায় অভিযুক্ত আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের স্বজনেরা।
রোববার (২৫ মে) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এসময় মীমের পরিবারের সদস্যরা জানান, মীমকে যৌতুকের জন্য পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তার স্বামী মোঃ মুকুল, ননদ রাজিয়া, শাশুড়ী মমতাজ বেগম ও শ্বশুড় শহিদুল ইসলাম মিলে মীমকে হত্যা করেছেন। আমরা এই আসামিদের ফাঁসি চাই।
এসময় আসামিদের বিরুদ্ধে অর্থের প্রভাব খাঁটিয়ে পোস্টমর্টেম রিপোর্ট পাল্টে ফেলার চেষ্টার অভিযোগ করেন মীমের পরিবারের সদস্যরা।
এর আগে গত ১৫ মে সকালে নিজ বাড়ি থেকে মীমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মীমের পরিবারের সদস্যরা বাদী হয়ে তার স্বামী মোঃ মুকুল, ননদ রাজিয়া, শাশুড়ী মমতাজ বেগম ও শ্বশুড় শহিদুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।