
পলাতক আসামি মোঃ শহীদুল ইসলাম ওরফে কসাই শিপন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ লাকী আক্তার (২৫) হত্যার ঘটনায় পলাতক আসামি মোঃ শহীদুল ইসলাম ওরফে কসাই শিপনকে (৪০) গ্রেপ্তার করেছে পিবিআই।
রোববার (২৫ মে) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (পিবিআই) মোঃ মোস্তফা কামাল রাশেদ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ শহীদুল ইসলাম (৪০) ফতুল্লার ইদ্রাকপুর এলাকার মোঃ জালাল ভান্ডারীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরে স্ত্রী লাকী আক্তারকে (২৫) শহীদুল ইসলাম হত্যা করেছেন এমন তথ্য পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে জানায় পিবিআই।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।