রোববার, ২৫ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে লেক থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৫৯, ২৫ মে ২০২৫

সিদ্ধিরগঞ্জে লেক থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের কিসমত মার্কেট সংলগ্ন ডিএনডি লেক থেকে অজ্ঞাত এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ মে) দুপুরে এ মরদেহ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। 

এর আগে সকালে এলাকাবাসী ডিএনডি লেকের পানিতে অজ্ঞাত নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিনূর আলম বলেন, লাশের পরিচয় সনাক্ত করতে পিবিআই সদস্যরা কাজ করছেন। উদ্ধারকৃত লাশটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।