রোববার, ২৫ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিএনপি দেউলিয়া দল না, আমাদের কোটি কোটি সমর্থক রয়েছে : দিপু ভূঁইয়া 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৫, ২৫ মে ২০২৫

বিএনপি দেউলিয়া দল না, আমাদের কোটি কোটি সমর্থক রয়েছে : দিপু ভূঁইয়া 

ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, বিএনপি দেউলিয়া দল না। বিএনপির লাখ লাখ নেতাকর্মী ও কোটি কোটি সমর্থক রয়েছে। আমার দলে ১৭ বছর যারা হামলা মামলার শিকার হয়েছে তাদেরকেই দলে নেয়া হবে। এছাড়া যত প্রভাবশালীই হোক, তাদের দূরে রাখবো। আমরা প্রথমে দলীয় নেতাকর্মীদের প্রাধান্য দিবো। পরবর্তীতে বিএনপির সমর্থক যারা তাদেরকে দলে নেয়ার ব্যাপারে প্রাধান্য দেয়া হবে।

শনিবার (২৪ মে) নারায়ণগঞ্জ জেলা বিএনপির মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাতের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছি। অনেক সময় আমাদের কর্মসূচিতে ১৪৪ ধারা জারি পর্যন্ত করা হয়েছে। আমরা অনুষ্ঠান করবো, অপেক্ষায় ছিলাম দলীয় নির্দেশনার।

কেন্দ্র থেকে প্রতিটি ইউনিটে কর্মসূচি নিতে বলা হয়েছে। আপনারা প্রতিটি ইউনিটে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কর্মসূচি হাতে নিবেন। আমাদের জানাবেন, যেন আমরা বলতে পারি যে কোথায় কোথায় কর্মসূচি হচ্ছে। 

দলীয় নির্দেশনার কারণে রমজানে জেলা বিএনপির কর্মসূচিটি হয়নি। তবে এবার জেলা বিএনপি কর্মসূচি পালন করবে। ৩০ তারিখে না হলেও ১ তারিখে আমরা কর্মসূচিটি পালন করবো।

২৮ তারিখ তারুণ্যের সমাবেশ হবে ঢাকায়। খুলনা ও বগুড়ায় আপনারা দেখেছেন বিশাল সমাবেশ হয়েছে। তরুণ প্রজন্ম বিএনপিকে চাচ্ছে। নারায়ণগঞ্জ ঢাকার সবচেয়ে কাছে ফলে ঢাকায় নারায়ণগঞ্জের পারর্ফর্মেন্স সবসময়ই ভাল ছিল। ঢাকা উত্তর দক্ষিণের চেয়েও ভাল ছিল। ২৮ তারিখের সমাবেশে আমরা সকল রেকর্ড ভেঙে জেলা বিএনপি অংশগ্রহণ করবে।

আরো পড়ুন