বুধবার, ২৭ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৬, ২১ আগস্ট ২০২৫

না.গঞ্জে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

ফাইল ছবি

ঢাকা-নারায়ণগঞ্জ রুট ননএসি বাসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জের সাধারণ ছাত্র জনতা।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

এসময় অবিলম্বে আগের বাস ভাড়ায় ফিরিয়ে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসতে বাস মালিকদের ও প্রশাসনকে আহ্বান জানান তিনি।

এসময় আমিনুল ইসলাম, মাহফুজ খান, ফারাবি, মোনাঈমসহ স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এর আগে গতকাল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া পাঁচ টাকা বাড়িয় ৫৫ টাকা নির্ধারণ করা হয়।