বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৬, ৬ জানুয়ারি ২০২৬

স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

ফাইল ছবি

নারায়গঞ্জের ফতুল্লা থানার কাশিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সালাউদ্দিন আহমেদ (৩৫)নামের এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

তিনি কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সাংগঠনিক সম্পাদক ও কাশিপুর এলাকার মৃত আলী হোসেন মিয়ার পুত্র।

সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল চারটার দিকে ফতুল্লা মডেল থানা পুলিশ কাশিপুর ইউনিয়নের চর কাশিপুর এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সালাউদ্দিন আহমেদ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে বৈষম্য বিরোধী মামলায় আদালতে পাঠানো হয়েছে।