বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে খালেদা জিয়ার জন্য দোয়া 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪০, ৬ জানুয়ারি ২০২৬

না.গঞ্জে খালেদা জিয়ার জন্য দোয়া 

ফাইল ছবি

নারায়ণগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল এবং নেওয়াজ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে শহরের কালিবাজার চাররগোপ এলাকায় নারায়নগঞ্জ জেলা ফল আড়ৎ মালিক সমিতির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির চেয়ারপাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের আত্মার মাখফেরাত কামনায় কোরআন তেলোয়াত ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা মোনাজাতের এর শেষে তবারক বিতরণের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

এসময় নারায়নগঞ্জ জেলা ফল আড়্ৎ মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম। 

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্বুয়াল ইউসুফ খান টিপু, নারায়নগঞ্জ জেলা ফল আড়্ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ সরদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র যুগ্ন আহবায় ক আবুল কাওসার আশা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ আইনজীবী নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট আব্দুল কাইয়ুম  মহারাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।