সোমবার, ১৮ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৯, ১৭ আগস্ট ২০২৫

নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

ফাইল ছবি

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত একজন নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর।

শনিবার (১৬ আগস্ট) রাতে কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বাকা হাড়িডাঙ্গা খেয়াঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ওই নারীর উচ্চতা আনুমানিক ৫ ফুট। পোশাক দেখে ধারণা করা হচ্ছে তিনি সম্ভ্রান্ত পরিবারের।

বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়রা নবগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে আমাদের খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়’।  

ওই নারীর পরিচয় সনাক্তের জন্য যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল নমুনা সংগ্রহ করেছে।  

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে আনুমানিক দুই থেকে তিন দিনের মধ্যে নারীর মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় ধরেই মরদেহটি পানিতে ছিল বলেই প্রাথমিকভাবে বলা কঠিন এটি হত্যা নাকি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।  

তার গলায় একটি কালো দাগ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।