
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ছাদ থেকে লাফ দিয়ে শাবনাজ আক্তার (২০) নামের এক নারী গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছেন।
শনিবার (৩০ আগষ্ট) বিকেলে ফতুল্লার বিসিকের এনআর গার্মেন্টসে এ ঘটনা ঘটে।
নিহত গার্মেন্টস শ্রমিক শাবনাজ আক্তার (২০) ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার মোঃ আব্দুল বারেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ার শব্দ পাওয়া যায়। পরে কারখানার নিরাপত্তা কর্মীরা দ্রুত বের হয়ে ভিকটিমকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরীফুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।