
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্যাক্স ফাঁকি দিয়ে বিদেশি সিগারেট আনার ঘটনায় কাস্টমস কর্মকর্তাদের সাথে এসএ পরিবহন পার্শ্বল এন্ড কুরিয়ারে সার্ভিসের কর্মীদের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৬ আগষ্ট) এস এ পরিবহনের চিটাগাংরোডে শাখায় এ ঘটনা ঘটে।
জানা যায় বগুড়া থেকে গত ২৫ আগষ্ট চালানের মাধ্যমে ২ হাজার প্যাকেট এনজয় সুগ সিগারেট ৫ টি বস্তায় চিটাগাংরোডে আল আমিন নামে এক ব্যক্তির নামে আসে৷ সিদ্ধিরগঞ্জ কাস্টমস কর্মকর্তারা গোপম সূত্রে খবর পান চালানের চেয়ে সিগারেট বেশী আছে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেয়ার জন্য কৌশল অবলম্বন করা হয়৷ বাস্তবে ৫ হাজার প্যাকেট সিগারেট যা শলাকার পরিমাণ ৫২ হাজার৷ কিন্তু চালানে ১০০০ শলাকা উল্লেখ রয়েছে৷
এদিকে বিষয়টি নিয়ে সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত তর্ক বিতর্ক চলে এসএ পরিবহন পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিসের জিএম আসাদের সাথে৷
কাস্টমস কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভ্যাট ট্যাক্স ফাকি দিয়ে চালানের চেয়ে বেশী সিগারেট আনার কারণে আমরা জব্দ করেছি এসএ পরিবহন পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিসের জিএম আসাদ আমাদের সাথে পুলিশের সামনে৷ অসৌজন্য মূলক আচরন করেছেন এবং সরকারী কাজে বাধা দিয়েছেন৷
অপরদিকে প্রতিষ্ঠানটির জিএম আসাদ বলেন, আমাদের ৫ বস্তা সিগারেটের বৈধ কাগজপত্র থাকা সত্বেও কাস্টমসের কর্মকর্তারা জোরপূর্বক ছিনতাই করে নিয়ে গেছে৷