বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ছেলের পর না ফেরার দেশে বাবা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২১, ২৮ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ছেলের পর না ফেরার দেশে বাবা 

প্রতীকী ছবি

সিদ্ধিরগঞ্জের পূর্ব পাইনাদি এলাকায় জাকির খন্দকার ভিলা নামের বাড়িতে তিতাসগ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই বাড়ির একই পরিবারের ৯ জন অগ্নিদগ্ধের ঘটনায় বৃহস্পতিবার ভোররাত ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় ছেলে রাইয়ানের পর না ফেরার দেশে চলে গেলেন বাবা হাসান গাজী৷ এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩ জনে ৷ হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জাতীয় বার্ণ হাসপাতালে দগ্ধদের পাশে থাকা হাসানের ভায়রা তানজিল হোসেন৷ তিনি আরও জানিয়েছেন হাসানের শিশু কন্যা জান্নাত কে ভোররাতে এবং স্ত্রী সালমা বেগমকে আইসিওতে নেওয়া হয়েছে৷ 

হাসান গাজীর শাশুড়ী তাহেরা বেগম ও ছেলে রাইয়ান গত রেববার এবং শাশুড়ী সোমবার বিকেলে বার্ণ ইউনিটে মারাগেছেন৷ তানিজল হোসেন আরও বলেন হাসান গাজীর অগ্নিদগ্ধ দুই মেয়ে ও স্ত্রীর অবস্থা ভাল নয়, এবং তানজিল হোসেনের স্ত্রী ও দুই সন্তানের অবস্থা কিছুটা ভাল আছে বলে জানান৷ গত শুক্রবার ভোররাত সাড়ে ৩ টায় বিস্ফোরণে পাশাপাশি দুটি কক্ষের নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হন৷ এদিকে হাসান গাজীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে এলাকাবাসীর মাঝে৷