
প্রতীকী ছবি
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার ২২ নং ওয়ার্ডের বন্দর সিরাজদৌল্লা ক্লাব সংলগ্ন এলাকা ও ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকায় পৃথক ওয়ারেন্টে তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর সিরাজদৌল্লা ক্লাব সংলগ্ন এলাকার মৃত আমির হোসেনের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাহাঙ্গীর (৩০) ও আমিরাবাদ এলাকার মামুন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী তন্ময় (২৫)।