শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ১ সন্তানের জননীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে ১ সন্তানের জননীর আত্মহত্যা

ফাইল ছবি

বন্দরে পারিবারিক কলহের জের ধরে ১ সন্তানের জননী হনুফা বেগম (২৪) সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী ১ সন্তানের জননী হনুফা বেগম সুদূর বরিশাল জেলার ইজলা থানার মইশখোলা এলাকার মৃত লোকমান হোসেন মিয়ার মেয়ে। তারা দীর্ঘ দিন ধরে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন ছোটবাগস্থ নুরুজ্জুমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। আত্মহত্যার ঘটনার খবর পেয়ে ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক ছায়েমসহ সঙ্গী ফোর্স  দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা হইতে ওই  রাত পৌনে ১টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগস্থ জনৈক  নুরুজ্জুমানের ভাড়াটিয়া ঘরে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আত্মহত্যাকারী ১ সন্তানের জননীর  মা পারভীন বেগম বাদী হয়ে শুক্রবার (২৬ সেপ্টেম্বর)  দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী গণমাধ্যমকে জানান, গৃহবধূ আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ  মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করছে। আত্মহত্যার কারন জানার জন্য পুলিশি তদন্ত অব্যহত রেয়েছে।