
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণের ঘটনায় জড়িত আসামিকে দীর্ঘ আট বছর পর গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পিবিআই।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- শরীয়তপুর জেলার জাজিরা থানার মৃত আবুল খায়ের সরকারের মোঃ আল আমিন (২৮)।
এর আগে গতকাল ২৫ সেপ্টেম্বর ঢাকার কদমতলি এলাকা থেকে আসামি আল আমিনকে গ্রেপ্তার করে পিবিআই। এঘটনায় আসামিকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে ২০১৭ সালের ১৮ নভেম্বর ফতুল্লার মাসদাইর এলাকা থেকে ১৩ বছরের এক শিশুকে অপহরণ করেন আল আমিন। এঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করে। ঘটনার আটদিন পর ফতুল্লার পাগলা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার মো মোস্তফা কামাল রাশেদ সংবাদ মাধ্যমে জানান, আমাদের উদ্দেশ্য শুধুমাত্র অপরাধীকে গ্রেফতার করা নয়, বরং অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা এবং আইনশৃঙ্খলা রক্ষা করা। তিনি সাংবাদিকদের অনুরোধ করেছেন, এই সংবাদটি যথাযথভাবে প্রচার করে জনগণকে সতর্ক করতে সহায়তা করবেন।