ফেনসিডিলের বিকল্প ‘ফায়ারডেল’ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলের বিকল্প মাদকদ্রব্য ‘ফায়ারডেল’ সিরাপ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মতিন মনির (৪৮) ও মো. শমসের আলী (৩২)।
সোমবার (২৬ জানুয়ারি) ইসদাইর নতুন রাস্তায় দাঁড় করানো একটি নীল রঙের পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ল ১২-০৮৫৫) সহ তাদের আটক করা হয়। এ সময় পিকআপ ভ্যানটি থেকে ৬৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ ফেনসিডিলের বিকল্প ‘ফায়ারডেল’ উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

