মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও বোমা উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২২, ২৭ জানুয়ারি ২০২৬

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও বোমা উদ্ধার 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যাক্ত অবস্থায় একটি পাইপ গান, দুইটি ককটেল ও থানা হতে লুট হওয়া পিস্তলের এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১।

এর আগে গতকাল রাতে ফতুল্লা থানার কুতুবপুর এলাকা হতে অস্ত্র, বোমা ও গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় হয়।

র‍্যাব-১১ জানায় রাতে টহল টিম ফতুল্লা থানা এলাকায় টহল ডিউটি করাকালে গোপন সূত্রে খবর পায় কুতুবপুর এলাকায় একটি সন্দেহজনক লম্বা আকৃতির ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে র‍্যাব-১১ খালি জায়গা হতে ব্যাগটি উদ্ধার করে এবং পরবর্তীতে ব্যাগটির চেইন খুলে ব্যাগের ভিতর থেকে অস্ত্র উদ্ধার করে। 

এঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।