
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সরকারি রাস্তার উন্নয়ন কাজ চলাকালে ভেকু অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে ফেলেছে অজ্ঞাতরা।
সোমবার (২৭ মার্চ) সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব এলাকায় ভোরের দিকে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো.রফিকুল ইসলাম জানান, সরকারী বরাদ্দকৃত অর্থে বরাব-আদমপুর রাস্তা থেকে সংযোগ সড়ক মুক্তিযুদ্ধা সাহাজদ্দিন সাহার বাড়ী পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ চলছিল। দিনের বেলা রাস্তার উন্নয়ন কাজ শেষে প্রতিদিনের ন্যায় মাটি কাঁটার ভেকু যন্ত্রটি ওখানেই রাখা ছিল। সোমবার সেহরি খাওয়ার সময় হঠাৎ এতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এটি দেখে মানুষের চিৎকার শুনে লোকজন ডাকাডাকি করে দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখি কে বা কারা আমার ভেকুতে অগ্নিসংযোগ করছে। আমি ও আমার এলাকার উপস্থিত লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা করলেও এতে ভেকুটি পুড়ে সম্পূর্ণভাবে বিকল হয়ে গেছে।