
ফাইল ছবি
কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ২ ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২ টা থেকে ২ ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগড়াপাড়া ফুলবাড়িয়া এলাকায় এ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
এদিকে মহাসড়ক অবরোধের খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বোঝাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ২ ঘন্টা অবরোধ শেষে শিক্ষার্থীরা আজকের মত সড়ক ছেড়ে দেয়।
শিক্ষার্থীরা চলে যাবার পর ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়। তাদের দাবি, তাদের ধাওয়ায় শিক্ষার্থীরা পালিয়ে গেছে।