শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে নিপীড়ন বিরোধী ছাত্র জনতার মৌন মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১০, ১০ আগস্ট ২০২৪

নারায়ণগঞ্জে নিপীড়ন বিরোধী ছাত্র জনতার মৌন মিছিল

মৌন মিছিল

সারাদেশে ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে নারায়ণগঞ্জে মৌন মিছিল করেছে নিপীড়ন বিরোধী ছাত্রজনতা। নিহতের শহীদ মর্যাদা প্রদান, আত্মার মাগফেরাত এবং তাদের তালিকা সংরক্ষণসহ আত্মত্যাগকে স্বরণ করেন সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার বিকেল ৪ টায় সিদ্ধিরগঞ্জের আদমজী চাষাঢ়া সড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার তিনশতাধিক মানুষ। মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড থেকে শুরু করে আদমজী চাষাঢ়া সড়কের এমএস টাওয়ারের সামনে এসে সমাপ্ত হয়।

মিছিল শেষে বক্তব্য রাখেন শিক্ষার্থী, অভিভাবক ও পেশাজীবিরা। তারা বলেন, ‘সারাদেশে চারশতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নারায়ণগঞ্জেও অন্তত ২০ জনের অধিক মৃত্যুর খবর আমরা পেয়েছি। হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি ঘরে থাকা নারী শিশুরাও। আমরা এসব হত্যাকান্ডের বিচার দাবী করি। নিহতদের সরকারি ভাবে তালিকা করে তাদের শহীদ মর্যাদা দেয়ার দাবী জানাই। পাশাপাশি এই শহীদ পরিবারের পাশে আমাদের সবধরণের সাহায্য সহযোগীতা অব্যহত থাকবে।

বক্তারা আরও বলেন, ‘আজকে যারা আত্মত্যাগ করেছেন তাদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা জয় পেয়েছি। কিন্তু নতুন করে কোন স্বৈরাচার আমরা দেখতে চাইনা। ইতোমধ্যে পাড়া মহল্লায় একদল লুটেরা সাধারণ মানুষ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে এই জয়কে ধূলিসাৎ করতে চাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কোন ধরণের নিপীড়নের বাংলাদেশ আমরা চাইনা। সেই লক্ষ্যে আমাদের লড়াই চলবে। 

কর্মসূচীতে বক্তব্য রাখেন, ‘ ঢাবি শিক্ষার্থী ও নিপীড়ন বিরোধী ছাত্রজনতার সমন্বয়ক আমির হোসেন অর্নব, মীর ছিবগাতুল্লাহ ত্বকী, সোহেল খান সিদ্দিক, রাজিবুল হাসান রোকন, জান্নাত, মঈনুর রহমান মাহি, নাসরুল্লাহ বাবর প্রমুখ। কর্মসূচী শেষে আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নেয়া এবং তাদের সহায়তা করার ঘোষণা দেয়া হয়।