বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মানুষের কল্যাণে পাশে থাকতে চাই: সিরাজী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২২, ৫ জানুয়ারি ২০২৬

মানুষের কল্যাণে পাশে থাকতে চাই: সিরাজী

মুফতি ইসমাঈল সিরাজী

কুতুবপুর ইউনিয়নের নূরবাগ জামিয়া কারিমিয়া মাদ্রাসার খতমে বুখারী অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী। 

মুফতি ইসমাঈল সিরাজী তার আলোচনায় বলেন,ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কখনোই অরাজকতা সমর্থন করেনা। ইসলাম এসেছে মানুষের কল্যাণে নামাজ, রোজা, হজ্ব, যাকাতের মত মানুষের কল্যাণ করাও একটি মহৎ ইবাদত। অতএব আমাদের সকলকে ইসলামের সকল বিধিবিধান গুলো মেনে চলতে হবে। তাহলেই আল্লাহ তায়ালা আমাদের জান্নাত দান করবেন।

তিনি আরো বলেন, মানুষের সুখ দুঃখে পাশে থাকা ইসলামের শিক্ষা, মানুষের কল্যাণে পাশে থাকতে চাই।