ফাইল ছবি
বন্দরে বিভিন্ন স্থানে ভেজাল খেজুরের গুড়ের ব্যবসা জমে উঠেছে। এসব ভেজাল গুড় কিনে প্রতিদিন প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। বন্দরে বেশ কিছু এলাকায় ভেজাল গুড়ের ব্যবসা প্রকাশ্যে চললেও প্রতিরোধের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট প্রশাসনের।
বিভিন্ন তথ্য সরজমিন ঘুরে জানা গেছে, শীতের আগমনে বন্দর উপজেলা বিভিন্ন গ্রামগঞ্জে খেজুর গাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরি কাজে ব্যস্ত সময় পার করছে গুড় প্রস্তুুত কারিরা।
ভোরে গ্রামীন জনপথে গাছিয়াদের রস সংগ্রহের দৃশ্য যেন প্রতিদিনের চিত্র হয়ে উঠেছে। কিন্তু দুঃখের বিষয় হলো বন্দরে কিছু অসাধু গুড় প্রস্তুতকারিরা চিনিসহ বিভিন্ন উপকরন মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে বন্দরে বিভিন্ন হাট বাজারে অবাধে বিক্রি করে ভোক্তাদের প্রতিনিয়ত ঠকিয়ে আসছে। এ ছাড়াও এসব ভেজাল গুড় খেয়ে অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
ভোক্তাদের দাবি প্রশাসনের নিয়মিত নজরদারি এবং ভেজাল উৎপাদকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উপজেলার বিভিন্ন হাট বাজারে খাঁটি খেজুরের গুড়ের সরবরাহ নিশ্চিত করা হোক। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্ত ভোগীও সচেতন মহল।

