ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-আলীরটেক, গোগনগর ইউনিয়ন) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দী পনেরো জন প্রার্থীর মধ্যে পাঁচ জনের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এছাড়াও এ আসনের সাবেক এমপি মোহাম্মদ আলীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। এ আসনে অন্য নয় জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ আসনে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী, স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম, স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন, জামায়াত ও এনসিপি জোটের মনোনীত প্রার্থী আল আমিন, খেলাফত মজলিসের ইলিয়াস আহমেদসহ ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এ আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আলীর মনোনয়ন স্থগিত করেছে নির্বাচন কমিশন। মোহাম্মদ আলীর মালিকানাধীন শিল্প কারখানায় বিগত মাসের বিল বকেয়া থাকায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। পুনরায় তার মনোনয়ন পত্রটি যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা।
এছাড়াও অসম্পূর্ণ তথ্য থাকায় গণ অধিকার পরিষদের মোঃ আরিফ ভূঁইয়ার মনোনয়ন পত্র, ভোটার সমর্থন তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র ফাতেমা মনিরের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন পত্রে তথ্য অসম্পূর্ণ থাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ইকবাল হোসেন ও জাতীয় পার্টির ছালাউদ্দিন খোকার মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন পত্রে স্বাক্ষর না করায় বাংলাদেশ সুপ্রিম পার্টি মোঃ সেলিম আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির জানান, নারায়ণগঞ্জ-৪ আসনে পাঁচ জনের মনোনয়ন পত্র বাতিল ও একজনের মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে। অসম্পূর্ণ ও ভুল তথ্য থাকায় মনোনয়ন পত্রগুলো বাতিল করা হয়েছে। স্থগিত হওয়া মনোনয়ন পত্রটি পুনর্বিবেচনা করা হবে।

