সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪৩, ৪ জানুয়ারি ২০২৬

ফতুল্লায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

ফাইল ছবি

নারায়গঞ্জের ফতুল্লা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন ফতুল্লা মডেল থানার বক্তাবলী পূর্ব গোপালনগরের মৃত হোসেন আলী বেপারীর পুত্র আওয়ামী লীগ নেতা মোঃ আসাদ(৫৫) ও একই থানা এলাকার ধর্মগঞ্জ ঢালী পাড়ার মৃতঃ আব্দু গনির পুত্র নাজিমউদ্দিন ঢালী(৬০)।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে বক্তাবলী ও ধর্মগঞ্জ এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা মোঃ আসাদ ও নাজিম উদ্দিন ঢালী কে গ্রেফতার করা। 

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে।

থানার ওসি আব্দুল মান্নান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান অভিযানের অংশ হিসেবেই আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা রয়েছে।