সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৯, ৪ জানুয়ারি ২০২৬

মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া

দোয়া ও তবারক বিতরণ

গণতন্ত্রের অতন্দ্রপ্রহরী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জে দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামানের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে নগরীর খানপুর এলাকার বরফকল মাঠে আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এছাড়া মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিল শুরু হয়। পরে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের সুদৃঢ় ভবিষ্যৎ এবং নির্যাতিত মানুষের মুক্তি কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

এসময় প্রধানবক্তা মহানগর সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচল নেতৃত্বের প্রতীক। স্বৈরশাসন ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নিয়ে তিনি আজীবন রাজনীতি করে গেছেন। বারবার নির্যাতন, কারাবরণ ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে কখনো পিছু হটেননি।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক ধারাকে টিকিয়ে রাখতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও তারা মন্তব্য করেন।

উদ্যোক্তা মাসুদুজ্জামান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন। তার প্রতি শ্রদ্ধা জানানো এবং রুহের মাগফিরাত কামনা করা আমাদের নৈতিক দায়িত্ব। এই আয়োজনের মাধ্যমে আমরা সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি।

অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়। দোয়া মাহফিল ঘিরে খানপুর এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং অংশগ্রহণকারীরা মরহুমা নেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।