ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ জানুয়ারি) বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এসময় নির্ধারিত মূল্যের অধিক মূল্যেগ্যাস বিক্রয় করায় মেসার্স মায়ের দোয়া এল পি জি নামক প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরপর সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন অপরাধ সংঘটিত হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হবে।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল ও জেলা কৃষি বিপণন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

