বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে গণভোটের প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৯, ৫ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে গণভোটের প্রচারণা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ ও সচেতনতা বৃদ্ধি করতে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোঃ কামরুজ্জামান ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাছলিমা আক্তারের উদ্যোগে প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৫ জানুয়ারি) আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের ১০০নং বগাদী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, বিশনন্দী ইউনিয়ন মানিকপুর বাজার এবং বিশনন্দী ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাজী খোকন উচ্চ বিদ্যালয় মাঠে তিনটি পৃথক উঠান সভা অনুষ্ঠিত হয়। 

এসময় গণভোট সম্পর্কে সাধারণ ভোটারদের সচেতন করা হয়। এসময় গণভোট সংক্রান্ত চলচ্চিত্র প্রদর্শন করা হয়৷ 

অনুষ্ঠানে গণভোট সম্পর্কে ভোটারদের বিস্তারিত ধারণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুর রহমান ও উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ আহমেদ। এ ব্যাপারে ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়।