ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের মনোনয়ন পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এ আসনে অন্য ১০ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় ইসলামী আন্দোলনের গোলাম মসীহ্, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস, বিএনপির আজহারুল ইসলাম মান্নান, গণ অধিকার পরিষদের ওয়াহিদুর রহমান মিল্কী, বাংলাদেশ খেলাফত মজলিসের শাহজাহান, জামায়াতে ইসলামীর ইকবাল হোসাইন ভূঁইয়া, জনতার দলের প্রার্থী আবদুল করীম মুন্সী, আমার বাংলাদেশ প্রার্থী আরিফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের মনোনয়ন গৃহীত হয়েছে।
এসময় মনোনয়ন পত্রে যথাযথ তথ্য না থাকায় স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন
নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেছেন, তিনি যে কাগজগুলো জমা দিয়েছেন তা অসম্পূর্ণ ছিল। তাই তার মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে। তিনি চাইলে আপিল করতে পারেন।

