শীতবস্ত্র, কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী প্রদান
নারায়ণগঞ্জের ফতুল্লায় মুসলিমনগর বায়তুল আমান শিশু পরিবার নিবাস (বালক) পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবির।
এসময় শিশুদের মাঝে শীতবস্ত্র, কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী প্রদান ও শিশুদের খেলাধুলার জন্য নবনির্মিত মিনি পার্কের উদ্বোধন করেন তিনি।
সোমবার (৫ জানুয়ারি) ফতুল্লার মুসলিমনগর বায়তুল আমান শিশু পরিবার নিবাস (বালক) পরিদর্শনে যান তিনি।
এসময় নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও কিডস জোন উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

