মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

“মা-বোনের আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো?”

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০৭, ৫ জানুয়ারি ২০২৬

“মা-বোনের আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো?”

ফাইল ছবি

“প্রিয় মা-বোনেরা, আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো?” শীতের সকালে পরীক্ষাকেন্দ্রে অপেক্ষমাণ অভিভাবকদের খোঁজখবর নিতে এসে এমনই মানবিক প্রশ্নে সাড়া ফেলেন নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

তিনি বলেন, শীতের এই সময়ে খোলা আকাশের নিচে বসার ব্যবস্থা না থাকায় অভিভাবকরা কষ্টে আছেন এমন খবর পেয়ে নিজের সাধ্য অনুযায়ী তাদের জন্য কিছু করার চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি তাঁর নেত্রী, গণতন্ত্রের প্রতীক আপোষহীন নেত্রীর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

সোমবার (৫ জানুয়ারি) সকালে জুনিয়র বৃত্তি পরীক্ষা উপলক্ষে সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আগত পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য বিশেষ বসার স্থান ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এ আয়োজন পরিদর্শনকালে এসব কথা বলেন আজহারুল ইসলাম মান্নান।

জানা যায়, বিভিন্ন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এই কেন্দ্রে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকদের স্বাচ্ছন্দ্যে অপেক্ষার জন্য কেন্দ্রের আশপাশে চেয়ার ও বেঞ্চের ব্যবস্থা করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য বিস্কিট ও বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের জন্য চকলেট বিতরণ করা হয়।

শীতের এই সময়ে এমন মানবিক আয়োজন পেয়ে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।

পরীক্ষার্থী এক শিক্ষার্থীর মা সালমা বেগম বলেন, “সন্তানের পরীক্ষা দিতে এসে বাইরে দাঁড়িয়ে থাকাটা খুব কষ্টের। আজ বসার জায়গা, পানি আর বিস্কিট পেয়ে সত্যিই মনটা ভরে গেছে। মান্নান সাহেব আমাদের মায়ের মতো করেই খোঁজ নিয়েছেন।”

আরেক অভিভাবক রেহেনা খাতুন বলেন,“রাজনীতি মানেই শুধু কথা নয় আজ তা চোখে দেখলাম। এমন দিনে আমাদের পাশে দাঁড়ানো সত্যিই মানবিক কাজ। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন।”

স্থানীয় নারী অভিভাবক নাসরিন আক্তার আবেগ ধরে রাখতে না পেরে বলেন,“তিনি এসে শুধু বসার ব্যবস্থা করেননি, আমাদের কষ্টের কথাও জিজ্ঞেস করেছেন। একজন নেতা যদি মা-বোনদের এভাবে সম্মান করেন, তাহলে তার জন্য দোয়া করতেই মন চায়।”

তারা আরো বলেন, সাধারণত পরীক্ষাকেন্দ্রগুলোতে বসার কোনো ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় দাঁড়িয়ে বা খোলা জায়গায় অপেক্ষা করতে হয়। সেখানে এই উদ্যোগ তাদের জন্য অনেকটাই স্বস্তিদায়ক।

আজহারুল ইসলাম মান্নান আরও বলেন,“আজ যারা পরীক্ষার্থী, তারাই এ দেশের ভবিষ্যৎ। পড়ালেখার মাধ্যমে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের এই বৃত্তি পরীক্ষা তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। অভিভাবকদের উচিত এই কোমলমতি শিক্ষার্থীদের প্রতি সর্বোচ্চ খেয়াল রাখা।”

এই মানবিক আয়োজন আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব।

উল্লেখ্য, শান্তিপূর্ণ পরিবেশে সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।