ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী দুলাল হোসেনের দুই প্রস্তাবকারীর বাড়িতে রাতের আঁধারে মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার দিবাগত রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাড়ির গৃহিণী নাসরিন আক্তার বলেন, রবিবার আমার শাশুড়ি বাড়ি খালি রেখে চোখের চিকিৎসার কাজে ঢাকা চক্ষু হাসপাতালে যায়। এদিন দিবাগত রাতের কোন এক সময় অজ্ঞাত লোকজন কৌশলে পেছনের দরজা ভেঙে ওভেন, টিভি, আইপিএস ব্যাটারি, ৫ ভড়ি স্বর্ণাংলকার ও নগদ টাকা লুটে নেয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ সময় বাড়ির মালিক ওয়াসেল ভুঁইয়া বলেন, নারায়ণগঞ্জ-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজনীতিতে সক্রিয়। আমি ও আমার মা তার নির্বাচনী প্রস্তাবকারী। এ ঘটনার জেরে অজ্ঞাত লোকজন আমাদের বাড়িতে মায়ের ঘর খালি পেয়ে গত রাতে মালামাল লুটে নিয়েছে। মধ্যরাতে হৈ চৈ শুনে আমরা পরিবারের সদস্যরা এগিয়ে এলে অজ্ঞাত লোকজন পালিয়ে যায়৷ এ সময় তাদের নেশাদ্রব্য ফেলে যায়। এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে।

