ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু’র পক্ষে কাজ করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন রূপগঞ্জের ভুলতা, মুড়াপাড়া ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সদস্যরা।
সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ভুলতা এলাকার গ্রীন অর্চাড রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দেন তারা। সভায় ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সকল নির্বাচিত সদস্য উপস্থিত থেকে আসন্ন নির্বাচনে দিপু ভূঁইয়ার পক্ষে দলমতনির্বিশেষে মাঠে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দিপু ভূঁইয়ার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তারা আরও বলেন, রূপগঞ্জের সার্বিক উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে দিপু ভূঁইয়ার বিকল্প নেই। দিপু ভূঁইয়া রূপগঞ্জকে একটি স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তুলবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাইদুর রহমানসহ ইউনিয়ন পরিষদ সদস্যরা। তারা একযোগে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ ও জনসংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

