রোববার, ২০ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নিল মাদক ব্যাবসায়ীরা, বিপুল পরিমান মাদক উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫২, ১৮ মার্চ ২০২৫

হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নিল মাদক ব্যাবসায়ীরা, বিপুল পরিমান মাদক উদ্ধার 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চলাকালীন সময় আভিযানিক দলের উপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ের অভিযোগে আটককৃত আসামিদের ছিনিয়ে নিয়েছে সহযোগীরা। 

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  

এদিকে হামলার খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোঃ মোনাব্বর হোসেনের নেতৃত্বে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গাজা, ইয়াবা, ফেনসিডিল, বিদেশী মদ ও দেশীয় অস্ত্র জব্দ করে।  

এর আগে দুপুরে ফতুল্লা থানাধীন মাসদাইরে বেগম রোকেয়া খন্দকার স্কুলের বিপরীতে একটি বাড়িতে মাদক বেচাকেনার খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযানে যায়। এসময় ৪ জন মাদক বিক্রেতাকে আটক করেন তারা। 

আসামিদের আটকের খবর পেয়ে মাদক ব্যাবসায়ীদের ২০-২৫ জনের একটি দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দলটির উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় অভিযানে আটককৃত আসামিদের ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সেলিম কসাই, রাসেল কসাই, পোড়া কাকনসহ একদল মাদক বিক্রেতা একটি বসতবাড়ি ভাড়া নিয়ে সেখানে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা পরিচালনা করতো। আমরা খবর পেয়ে এখানে অভিযান চালাই। অভিযানের খবর পেয়ে সস্ত্রাসীরা হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোঃ মোনাব্বর হোসেন জানান, জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নেয়া হয়েছে। দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার নেতৃত্বে অভিযান পরিচালনা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবি সহযোগিতায় ছিল। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাজা, ফেনসিডিল, বিদেশী মদ ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।