বুধবার, ২০ আগস্ট ২০২৫

|

ভাদ্র ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে যুবদল সভাপতির বাড়িসহ দুই বাড়িতে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৫, ২১ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৪৬, ২১ জুলাই ২০২৫

আড়াইহাজারে যুবদল সভাপতির বাড়িসহ দুই বাড়িতে ডাকাতি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বড়মনোহরদী গ্রামে ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাত হোসেনের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে।  রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সশস্ত্র তা ছাড়া একই রাতে খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামেও ডাকাতির ঘটনা ঘটেছে। 

বড় মনোহরদী গ্রামের ডাকাত কবলিত বাড়ীর মালিক শাহাদাত হোসেন জানান, ডাকাত দল তার পাকা ভবনের কেঁচি গেইটের তালা কেটে ভিতরে প্রবেশ করে পরিবারের লোকজনদেরকে অস্ত্রের মুখে একটি কক্ষে জিম্মি করে হত্যার হুমকী দিয়ে ডাকাত দল তার বাড়ী থেকে ২১ ভরি ওজনের  স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা, ১টি দামী মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

অপর দিকে একই রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামের আসমত ফকিরের বাড়িতে প্রবেশ করে একদল ডাকাত একই কায়দায় গৃহকর্তৃ কুলসুমসহ পরিবারের লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫ লাখ টাকা, ৫ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালংকার এবং অন্যান্য মালামাল লুটে নেয়।  আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফউদ্দিন জানান, খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।