বুধবার, ২০ আগস্ট ২০২৫

|

ভাদ্র ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুরুতর আহত ৯

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৩, ১৯ আগস্ট ২০২৫

আড়াইহাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুরুতর আহত ৯

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় অন্তত নয় জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় আট থেকে নয় জনের মত আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।